অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩৬, গণিত
অনুশীলনী- ২.১- মো: বদরুল ইসলাম, সহকারী শিক্ষক (গণিত), সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
- ২২ আগস্ট ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী- ২.১’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১২। মুনাফা বা ক্ষতি নির্ভর করে-
i. ক্রয়মূল্যের উপর
ii. বিক্রয়মূল্যের উপর
iii.ক্রয় ও বিক্রয় মূল্যের উপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। একটি কলমের ক্রয়মূল্য ২৫ টাকা এবং বিক্রয়মূল্য ৩৫ টাকা হলে লাভের হার শতকরা কত?
(ক) ১০ টাকা
(খ) ৪০ টাকা
(গ) ২৫ টাকা
(ঘ) ১০০ টাকা
১৪। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. ৮% হারে ৩৫০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা
ii. ৎ% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-ৎ) টাকা
iii. ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১২. খ, ১৩. খ, ১৪. ঘ।